আমাদের দেশে তরুণদের খুব প্রচলিত একটি অভিযোগ, “চাকরি নেই!” অনেকেই দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ করছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, কিন্তু কিছুতেই একটা ভালো চাকরি জোগাড় করতে পারছে না। সমস্যাটা কোথায়- কর্মসংস্থানের অভাব, নাকি দক্ষতার অভাব? বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা বলছেন আবার উল্টো কথা। তাদের কথা হচ্ছে তারা দেশে দক্ষ লোকবল পাচ্ছেন না। যেখানে আমাদের দক্ষ লোকের প্রয়োজন সেখানে দক্ষ লোক নেই বলেই তাদের বাইরের দেশ থেকে মানুষ নিয়ে আসতে হচ্ছে। যেখানে আজ আইটি খাতের সম্ভাবনা আকাশ চুম্বি সেখানে চারিদিকে সুযোগের হাতছানি। সুতরাং এক দল দোষারোপ করে যাচ্ছে “কর্মসংস্থানের অভাব বলে” আর একদলের অভিযোগ “দক্ষ লোকবল” | কিন্তু এই ডিজিটাল যুগে খুব সহজেই আপনি সফল হতে পারবেন ৷ ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়ুন ডিজিটাল প্লাটফর্মে ৷
দক্ষতা দিয়ে কি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা আসলেই সম্ভব?
২০২১ সালে এসে আপনি বা আমি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে নিজের কর্মসংস্থানের যোগান দেয়া মোটামুটি কঠিন কাজ নয়। তবে সেক্ষেত্রে একটু ভিন্নভাবেই নিজেকে তৈরি করতে হবে। এই ভিন্নভাবে নিজেকে তৈরি করা বলতে আমি বুঝাচ্ছি নিজেকে একটি অথবা একাধিক বিষয়ে যথেষ্ট দক্ষ হিসেবে সকল পরিসরে সম্প্রসারিত করা। তবে এই একাধিক স্কিলের মধ্যে সবচেয়ে বেশী উৎকৃষ্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং।
কেন ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার গড়বেন?
বর্তমান সময়ে ইন্টারনেটের সহজলভ্যতা এবং অনলাইনে আমাদের কার্যক্রম বেড়ে যাওয়ায় প্রফেশনাল ও ব্যবসায়িক দিক থেকে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আগের তুলনায় ৪ গুন বেড়ে গিয়েছে। আর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা যত বেড়েছে তার পাশাপাশি দক্ষ ডিজিটাল মার্কেটারের চাহিদাও ব্যাপক।
-
ডিজিটাল মার্কেটিং বর্তমানে একটি চাহিদা সম্পন্ন এবং আধুনিক কর্মক্ষেত্র।
-
কমবেশি প্রায় প্রতিটি কোম্পানির জন্য বর্তমানে প্রফেশনাল এবং দক্ষ ডিজিটাল মার্কেটারের প্রয়োজন সবথেকে বেশি।
-
সামনের বছরগুলোতে ডিজিটাল মার্কেটিং ফিল্ড এ প্রায় ৩-৪ লাখ বা তারও বেশি চাকরির সুযোগ সৃষ্টি হবে।
-
ডিজিটাল মার্কেটিং এ ফ্রিলান্সিং করেও সফল ও স্বাধীন ক্যারিয়ার গড়া সম্ভব।
মূলত ডিজিটাল মার্কেটিং এখন একটি বিশেষ স্কিল হয়ে দাঁড়িয়েছে, আমরা চাইলেও ট্র্যাডিশনাল উপায় অবলম্বন করে ব্যবসার প্রসার ঘটাতে পারবো না। কারন এই সেক্টরে ক্রেতা থেকে বিক্রেতা, ডিজিটাল এজেন্সি থেকে ডিজিটাল প্রফেশনাল সকলেই সমানভাবে উপকৃত হচ্ছে। আর সম্ভবনার হারও বৃদ্ধি পাচ্ছে সমানভাবে।
ডিজিটাল মার্কেটিং-এর অন্যতম ছয়টি শাখা
ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকলেও তার মধ্যে বিশেষ প্রকার হচ্ছে ছয়টি।
-
কনটেন্ট মার্কেটিং
-
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
-
সার্চ ইঞ্জিন মার্কেটিং
-
সোসাল মিডিয়া মার্কেটিং
-
ইমেইল মার্কেটিং
-
ওয়েব এনালাইটিক্স
কনটেন্ট মার্কেটিংঃ বিভিন্ন পণ্য বা সার্ভিসকে কেন্দ্র করে ডিজিটাল বিজ্ঞাপন বিভিন্ন ব্লগ, ছবি, ভিডিও চিত্রের মাধ্যমে প্রচার করাকে কন্টেন্ট মার্কেটিং বলা হয়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ আজকের ডিজিটাল প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিল। এসইওর মাধ্যমে আপনার পণ্যকে গুগল সার্চের বা সার্চ ইঞ্জিনের সবচাইতে উপরে নিয়ে আসবে, এতে আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে। লোকাল এবং গ্লোবাল পরিসরে নিজের ব্যবসার প্রচার ও প্রসারের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মুখ্য ভূমিকা রয়েছে |
সার্চ ইঞ্জিন মার্কেটিংঃ শুধুমাত্র সার্চ ইঞ্জিনই যেকোন ব্রান্ডের অনলাইনে উপস্থিতি ও উন্নতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কয়েকটি উপাদান লক্ষ রেখে আপনি সহজেই কোন ব্যাক্তি অথবা দলের সমন্বয়ে আপনার ওয়েবসাইটের প্রতিযোগীদের পিছনো ফেলে আপনার সাইটটিকে রাঙ্কিং করতে পারবেন । সকল অনলাইন মার্কেটিং প্রক্রিয়াই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আওতাভূক্ত।
সোসাল মিডিয়া মার্কেটিংঃ সোসাল মিডিয়া মার্কেটিং আসলে কি? সাধারনভাবে বলতে গেলে আমরা প্রতিদিন ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে সোসাল কমোনিকেশন এর জন্য যে সাইট গুলো ব্যবহার করে থাকি সেগুলেো হল সোসাল মিডিয়া, আর এ সব মাধ্যমে যদি কোনে প্রোডাক্ট প্রমোট করি তা্হলে তা হবে সোসাল মিডিয়া মার্কেটিং। যেমন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেইসবুক, রেডিট, টামবলার, লিংকডিন সহ ইত্যাদি সোসাল মিডিয়া সাইট।
ইমেইল মার্কেটিংঃ ডিজিটাল মাধ্যমে সবচেয়ে সহজ এবং দ্রুত উপায়ে আপনার পণ্যর বিজ্ঞাপন ভোক্তাদের কাছে পৌঁছানোর কার্যকারি পদ্ধতি হল ইমেইল মার্কেটিং। আপনি কি বিক্রি করছেন সেটা কোন বিষয় নয়। এক ক্লিকেই আপনার সার্ভিসটি সম্ভাব্য হাজার হাজার গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন। বিভিন্ন পদ্ধতিতে ইমেইল কালেকশন করে এক ক্লিকে আপনার পণ্যটির বিজ্ঞাপন পৌঁছে দিতে পারেন মুহূর্তের মাঝে। এতে আপনি প্রচুর গ্রাহক পাওয়ার সম্ভাবনা থাকে।
ওয়েব এনালাইটিক্সঃ ওয়েব এনালিটিক্স হল আপনার ওয়েব সাইট টি কতজন ভিজিট করছে কোন অঞ্চল থেকে কেমন বয়সীরা ভিজিট করছে তা বিভিন্ন সাইট বা সফটয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা। এক কথায় বলা যায় একটি ওয়েব সাইটের ভিজিটর সম্পর্কে বিস্তারিত তথ্য এনালাইসিস করাকে ওয়েব এনালাইটিক্স বলে।আমরা অনেকেই গুগুল ওয়েব এনালাইটিক্স, বিং ওয়েব এনালাইটিক্স এবং ইয়াহু এর ওয়েব এনালাইটিক্স এর সাথে পরিচিত। এগুলো দিয়ে কোন একটি ওয়েব সাইটের ভিজিটরের তথ্য সহ অন্যান্য তথ্য গুলো পাওয়া যায়।
ডিজিটাল মার্কেটিং-এর বর্তমান ও ভবিষ্যৎ
ডিজিটাল মার্কেটিং এর বর্তমান চাহিদার কথা তুলনা করলে আমরা ইতিমধ্যেই দেখছি যে প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনীতে যে হারে ডিজিটাল এজেন্সিগুলো প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে ঠিক তার দিগুন রয়েছে ট্র্যাডিশনাল বিজনেস প্রতষ্ঠান। হিসাব করলে দেখা বর্তমানে বাংলাদেশে এখন ডিজিটাল প্রতিষ্ঠান বা ডিজিটাল উদ্যোক্তার সংখ্যা অনেক কম।
অথচ আমরা যদি বাইরের দেশগুলোর সাথে নিজেদের দেশের কিঞ্ছিত তুলনা করে দেখি তাহলে খুব কম ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা এজেন্সি আছে যারা ডিজিটাল ভাবে নিজেদের বিজনেস পরিচালনা করে না। সার্বজনীনভাবে চিন্তা করে দেখলে আসলে প্রথম উদ্যোগ গুলোর শুরুটা ঘটে উন্নত দেশগুলো থেকেই। তারপর আস্তে আস্তে সেই শিল্প অথবা কাজের উদ্যোগ সামগ্রিকভাবে ছড়িয়ে পরে আমাদের দেশগুলোতেও। কিন্তু এই যে পেশাগত একটি পরিবর্তন এটা আমরা আসলে সেভাবে আঁকড়ে ধরতে পারি না কারন আমরা সঠিক শিক্ষার মাধ্যম গুলোর সাথেও কিছুটা অপরিচিত।
এখন আসা যাক বর্তমানে ডিজিটাল মার্কেটিং পেশা আপনার বা আমাদের দেশের প্রতিটি মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার সাথে আপনাদের পরিচিত করব শুধু ডিজিটাল মার্কেটিং এ একজন উদ্যোক্তা, একজন প্রফেশনাল , ব্যাংকার , যেকোনো পেশার মানুষ অথবা একজন সদ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে কেন ডিজিটাল মার্কেটিং এ নিজের পেশা করবেন? আর শুধু ডিজিটাল মার্কেটিং নয়, পরিচিত করাবো ডিজিটাল মার্কেটিং এর সকল ধাপকে সম্বিলিত একটি প্রফেশনাল প্রোগ্রাম ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এর সাথে।
আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে ডিজিটাল মার্কেটিং আর ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এর তফাৎ টা কি?
তফাৎ শুধু ছয়মাস অথবা তিনমাস মেয়াদী যেকোনো ট্রেনিং সেন্টারের কোর্স নয়, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং একটি কোর্সে আপনি শিখে যাবেন ডিজিটাল মার্কেটিং এ শুরু থেকেই কিভাবে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আন্তর্জাতিক প্রাঙ্গনেও নিজের অবস্থানকে স্পষ্ট করে তুলবেন। তবে তার আগে জেনে নিন ডিজিটাল মার্কেটিং এর বর্তমান ও ভবিষ্যৎ। ২০১৯ সালে করোনার প্রকোপ যখন বিশ্বজুড়ে তখন পুরো বিশ্বে লকডাউন চলার পরও দেশে অথবা আন্তর্জাতিক প্রাঙ্গণে আইটি প্রতিষ্ঠান, ডিজিটাল এজেন্সি আর ডিজিটাল বিজনেসগুলো ব্যাপকহারে দাপিয়ে বেড়িয়েছে।
এর মূলত কারন কি?
সাময়িক সময়ের জন্য ক্রয় বিক্রয় শিথিল থাকলেও অনলাইনে উদ্যোগ নেয়া প্রতিষ্ঠানগুলো টিকে আছে এখন আরও শক্তভাবে। অন্যদিকে দেশে যখন চাকরির হাহাকার তখন শুধুমাত্র ডিজিটাল স্কিলের দিকে যারা অনেক বেশি এগিয়ে আছে তারা কিন্তু এখন চাকরীচ্যুত নয়। বরং কারো কারো চাকরি যদি চলে যেয়েও থাকে তারপর তারা নিজেদের সঠিক স্কিলকে কাজে লাগিয়ে নিজের চাকরীর যোগান দিচ্ছে ফ্রিলান্সিং প্লাটফর্মগুলোতে।
তাহলে ডিজিটাল মার্কেটিং এর বর্তমানকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন এর ভবিষ্যৎ কতটা সফলতা এনে দিতে পারে আপনাকে।
কি কি শিখবেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং-এ?
ডিজিটাল মার্কেটিং এখন একটি জনপ্রিয় এবং সফল পেশা, আর এই বিষয়ে পুরোপুরি নিজেকে দক্ষ করার জন্য ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং একটি ফুল প্যাকেজ কোর্স হিসেবে পরিচিত। তথাকথিত ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনার যতটুকু দক্ষতা আসবে তার চেয়ে বেশি দক্ষতা অর্জন হবে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এর ফুল প্যাকেজ কোর্সে। আর এই কোর্সে যা শিখলে আপনি নিজেই নিজের চাকরি অথবা ব্যবসার কর্মসংস্থান তৈরি করতে পারবেন সেগুলো হল-
-
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
-
সার্চ ইঞ্জিন মার্কেটিং
-
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন
-
কমুনিটিস
-
ই-মেইল মার্কেটিং
-
কমুনিটি বিল্ডিং
-
নোটিফিকেশন
-
রিটার্গেটিং
-
কপিরাইটিং
-
ল্যান্ডিং পেইজ ডিজাইনিং
-
সেইলস
-
ইমেইল মার্কেটিং
-
এ/বি টেস্টিং
-
ক্যাম্পেইন মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কেমন হয়?
ক্যারিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং কেমন হবে, কি ভাবে প্রস্তুতি নিলে সফল হওয়ার সম্ভবনাকে শতভাগে নেয়া যাবে, কি ভাবে ক্যারিয়ার প্লান করতে হবে এই সব বিষয়ে পরিস্কার ধারনা এই আর্টিকেলেই দেয়া হয়েছে।
কাদের জন্য ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স?
-
ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ারকে আরো এগিয়ে নিতে চায়
-
ক্যারিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং কেমন হবে এই বিষয়টা সম্পর্কে যারা জানতে আগ্রহী
-
নতুন ফ্রিল্যান্সার হয়ে দ্রুত সফলতা চায়
কাদের জন্য না ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স?
-
যারা এই কোর্সটিকে দ্রুত আয় করার কৌশল মনে করছে
ডিজিটাল মার্কেটিং এ আপনার ভবিষ্যৎ
একটি কোম্পানি নিশ্চয় চাইবে তার পণ্য বা সেবা সর্বাধিক সংখ্যক ক্রেতার নিকট পৌঁছুক। এটা কিন্তু কমবেশি সব কোম্পানিরই চাহিদা। কেননা সর্বাধিক সংখ্যক ক্রেতার নিকট প্রোডাক্ট পোঁছার মাধ্যমেই কেবল সেই কোম্পানির সেলের পরিমাণ বাড়বে। আর এই কাজটিই আমরা ডিজিটাল মার্কেটিং এ দেখতে পাই।
আপনি নিশ্চয় টিভি দেখেন, পত্রিকা পড়েন? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাড দেখতে পান? অথবা ধরি যে আপনি ইউটিউবে কীভাবে সুস্বাদু বিরিয়ানী রান্না করতে হয় তার একটি ভিডিও দেখছেন। তো দেখতে দেখতে হঠাৎ ভিডিও দেখার মাঝপথে একটি বিজ্ঞাপন আসল যে, বিরিয়ানীর সেরা মশলা কোনটি? আমরা সবাই জানি যে বিরিয়ানী ভাল মশলা ছাড়া সুস্বাদু করে রান্না করা সম্ভব নয়। তো এখান থেকে কোম্পানিটি প্রচুর পরিমাণ ক্রেতা পেতে পারে। এটা সম্ভব কেবলমাত্র ডিজিটাল মার্কেটিং এর বদৌলতে। সর্বাধিক প্রচারের মধ্য দিয়ে সর্বাধিক সংখ্যক ক্রেতা তৈরী করার অনন্য একটি উপায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
সুতরাং আপনি নিজে ব্যবসা করুন অথবা অন্যর কোম্পানির প্রচার প্রসারের দায়িত্ব নিন আপনার প্রফেশনে আপনি হতে পারবেন সবচেয়ে সেরা। আর তাই প্রফেশন হিসেবে যদি বেছে নিতে চান ডিজিটাল মার্কেটিং তাহলে আপনাকেও হতে হবে অনেক বেশি স্কিলড।