বর্তমান সময়ের সেরা ৩টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট

ফ্রিল্যান্সিং (Freelancing) শব্দটি বর্তমানে একটি Buzz word এর মত। কারণ ফ্রিল্যান্সিং শব্দটির সাথে ‘ঘরে বসে আয় করা’ কনসেপ্টটি সম্পর্কিত। আর নিজের যোগ্যতা দিয়ে আয় করা যায় তাই অনেকেই চায় ফ্রিল্যান্সিং শুরু করতে। ফ্রিল্যান্সিং মানে বলা যায় স্বাধীনতা। কাজ করার স্বাধীনতা এবং কাজ বেছে নেয়ার স্বাধীনতা।

কেন ফ্রিল্যান্সিং এত জনপ্রিয়:

  • নিজের কাজ বেছে নেয়া যায়
  • যেখানে থেকে খুশী কাজ করা যায়, ধরাবাধা অফিস করতে হয় না
  • নিজের সুবিধা মত কাজ ডেলিভারী দেয়ার সময় নির্ধারণ করা যায়
  • কার কাজ করবেন সেটাও আপনার উপর নির্ভর করে
  • নিজের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নেয়া যায়

ধরুন আপনার একটি প্রতিষ্ঠান আছে। যেখানে একটি ওয়েবসাইট তৈরী করতে হবে এবং আপনি ভাবলেন এটি ৬ মাস এর একটি প্রজেক্ট। এর জন্য আপনি একজন ওয়েব ডেভেলপার কে চাকুরীতে না নিয়ে একজন ফ্রিল্যান্সারকে নিযুক্ত করলেন। কারন চাকুরী দিতে হলে স্যালারী দিতে হবে, রিসোর্সেস দিতে হবে। যোগ্য লোক পাবেন কিনা সেটাও একটি বিষয়।

তো চলুন দেখে নেয়া যাক বর্তমান সময়ের সেরা ৩টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট:

  • Upwork
  • Freelancer
  • Fiverr

Upwork (আপওয়ার্ক)

UpworkUpwork Logo হল goDesk.com এবং Elance.com এর মিলিত একটি ওয়েবসাইট। এই দুইটি ওয়েবসাইট এমনিতেই জনপ্রিয় ছিল এবং ২০১৫ থেকে তাদের মিলিত রূপ আপওয়ার্ক(Upwork) ফ্রিল্যান্সিং যেকোন ওয়েবসাইট এর মধ্যে সেরা। এখানে অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন এবং সময়সাপেক্ষ। বাংলাদেশীদের জন্য অ্যাকাউন্ট খোলা খুবই জটিল একটি বিষয় এবং কমন কাজগুলোর জন্য অ্যাকাউন্ট খোলা যায় না বা Upwork অ্যাকাউন্ট Approve করে না।

আয় এর দিক দিয়ে Upwork বেশ ভালো এবং এখানে বড় বড় প্রজেক্ট এর কাজগুলো পাওয়া যায়। কাজ পেতে হলে কাজ এর জন্য বিড (bid) করতে হয়।

Freelancer (ফ্রিল্যান্সার)

Freelancer Logoফ্রিল্যান্সিং যেকোন ওয়েবসাইট এর মধ্যে এটি সবচাইতে পুরোনো। এখানে অ্যাকাউন্ট খোলা সহজ এবং স্ক্যামিং(scaming বা প্রতারণা) এর সুযোগও বেশী। মানে অনেকেই এখানে কাজ দেয়ার নাম করে টাকা দাবী করে থাকেন এবং অন্যদের প্রতারিত করেন। Freelancer.com ওয়েবসাইটটির একটি বিশেষ সুবিধা হল এখানে আপনি চাইলেই বিভিন্ন কন্টেষ্টে অংশগ্রহণ করতে পারেন এবং যোগ্যতা অনুযায়ী আয় করতে পারেন। অধিকাংশ সময়ে লোগো ডিজাইন এর কন্টেষ্ট এখানে পাওয়া যায়।

Fiverr (ফাইভার/ফাইবার/ফিবার)

Fiverr Logoছোট ছোট কাজগুলো করার জন্য এটি বিশ্বের সবচাইতে সেরা ওয়েবসাইট। ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলার এর কাজ এখানে পাওয়া যায়। আপনি কাজ করার জন্য গিগ (Gig-প্রেজেন্টেশন) তৈরী করবেন এবং বায়ার আপনার গিগ দেখে আপনাকে কাজ দিবেন। বর্তমান সময়ে Fiverr খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এগুলো ছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে। যেমন Guru, PeoplePerHour ইত্যাদি।

আবার ফ্রিল্যান্সিং এর চিন্তা মাথায় আসলে অনেকেই চিন্তা করেন কাজ করবো কোথায়? দক্ষতা অর্জনের পর কিভাবে কাজ পাব? তাই এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের পর কোথায় কোথায় কাজ করে ৷

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

নতুন শিক্ষার্থীদের জন্য ফাইভার মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়।এখানে নতুনরা সহজেই ছোট ছোট কাজ দিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। আমাদের শিক্ষার্থীরা কোর্স শেষ করে ফাইভারে তাদের দক্ষতার উপর নির্ভর করে কাজের নির্দিষ্ট প্যাকেজ বা গিগ করে থাকেন।তারা এখানে ছোট কাজ দিয়ে শুরু করে পর্যায়ক্রমে বড় বড় কাজ গুলোও করে থাকে।ফাইভারের পরে শিক্ষার্থীরা যে মার্কেটপ্লেসে কাজ করে থাকে সেটি হল আপওয়ার্ক।আপওয়ার্ক হল বড় একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস। বড় বড় কোম্পানি গুলো তাদের আউটসোর্সিং গুলো আপওয়ার্ক থেকে করায়। আমাদের অনেক শিক্ষার্থী এই মার্কেটপ্লেসে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।

রিমোট জব

একজন ফ্রিল্যান্সার যখন বিভিন্ন মার্কেটপ্লেসে ভালো মানের কাজ সরবরাহ করে তখন ক্লায়েন্ট এর সাথে তার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ক্লাইন্ট  তখন তাকে মার্কেটপ্লেসের বাইরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইমেইলের মাধ্যমে কাজ সরবরাহ করে থাকে। অনেক সময় এটি মাসিক চুক্তিতে হয় চাকুরীর মতো আবার অনেক সময় প্রজেক্ট ভিত্তিক হয়ে থাকে।আমাদের শিক্ষার্থীরা অনেকেই বাংলাদেশে বসেই রিমোট জবে একজন ফ্রিল্যান্সার হিসেবে ভাল ভাবে কাজ করে যাচ্ছেন।

লোকাল জব

বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বাংলাদেশের আইটি খাত এবং এই খাতের কাজ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। দেশীয় ছোট এবং মাঝারী ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুলো তাদের ডিজিটাল এবং টেকনিক্যাল কাজ আউটসোর্সিং করেই সম্পূর্ণ করছেন। কোভিড-১৯ এর পরবর্তী সময়ে সকল ব্যবসা বাণিজ্য অনলাইনের অধীনে চলে এসেছে। এর ফলে আমাদের প্রচুর শিক্ষার্থী এখন লোকালী অনেক কাজ করে থাকেন। লোকাল জবের সুবিধা হল এখানে কাউকে কোন কমিশন দিতে হয় না। সহজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।

আপনার যদি দক্ষতা অর্জন করে অনলাইন এ নিজের একটি মজবুত ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে বসে না থেকে এখনই স্কিল ডেভেলোপমেন্টে লেগে পড়ুন। জয় আপনার হবেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top